নাটোর জেলার গণমাধ্যম

আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার গণমাধ্যম, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

 

নাটোর জেলার গণমাধ্যম

 

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাটোর জেলার গণমাধ্যম:-

নাটোর জেলার পত্র পত্রিকা সম্পর্কিত তথ্য

পত্রিকার নাম প্রকার প্রকাশের সময় পত্রিকার সম্পাদক/প্রধানের নাম
দৈনিক উত্তরবঙ্গ বার্তা দৈনিক সংবাদপত্র প্রথম প্রকাশ

১৫ মে ১৯৯৭

এ্যাডঃ মোঃ হানিফ আলী শেখ, সম্পাদক
দৈনিক জনদেশ দৈনিক সংবাদপত্র প্রথম প্রকাশ

০৮ মে ২০০৩

মোঃ আমিনুল হক, সম্পাদক
সাপ্তাহিক নাটোর বার্তা সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশ

১৮ আগষ্ট ১৯৯২

বেগম ফজিলা নজরুল, সম্পাদক
সাপ্তাহিক
উত্তর গণজীবন
সাপ্তাহিক

পত্রিকা

প্রথম প্রকাশ
১৫ জানুয়ারি ১৯৯৭
মোঃ আব্দুল হাকিম, সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক
আলোকিত চলনবিল
সাপ্তাহিক
পত্রিকা
প্রথম প্রকাশ
১১ মে ২০১১
এ্যাডঃ জুনাইদ আহমেদ পলক, সম্পাদক
দৈনিক মাটির দেশ দৈনিক সংবাদপত্র প্রথম প্রকাশ
১৫ ফেব্রুয়ারি ২০১০
সুলতানুল ইসলাম আমিন, সম্পাদক ও প্রকাশক

 

নাটোর জেলার গণমাধ্যম

 

নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। গ্রিনেজ আন্তজার্তিক সময় হতে নাটোরের সময় ৬ঘন্টা ৬মিনিট অগ্রবর্তী।ঢাকা থেকে ৬ মিনিট অগ্রবর্তী।নাটোর শহরটি পদ্মা-যমুনা মিলনস্থল হতে ১০৭ কি.মি উত্তর-পশ্চিম বরাবর। নাটোরসহ এর পার্শ্ববর্তী পাবনা ও সিরাজগঞ্জে অবস্থিত চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল।নাটোরে অবস্থিত আরো দুইটি বিলের নাম হালতি বিল এবং হেলেনচা বিল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমবৃষ্টিপাত হয় নাটোরের লালপুর উপজেলায়।

আরও পড়ুূনঃ

১ thought on “নাটোর জেলার গণমাধ্যম”

Leave a Comment