নাটোরের সিংড়ায় আট বছর আগে নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
স্কুলছাত্রীকে অপহরণ: নাটোরে একজনের ১৪ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান। দণ্ডিত মো. আরিফ নাটোরের সিংড়ার সোহাগবাড়ী এলাকার মো. আব্দুর রশিদের ছেলে। তাকে সাজার পাশাপাশি ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা দিয়েছেন বিচারক।

মামলার বরাতে আনিসুর বলেন, “ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীকে আরিফ স্কুলে ও প্রাইভেটে পড়তে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন ও হুমকি-ধামকি দিতেন। বিষয়টি আরিফের পরিবারকে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ২০১৬ সালের ২৪ মে সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় আরিফ ও তার সহযোগীরা।

“এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আরিফ ও তার বাবা আব্দুর রশিদসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এরপর মেয়েটিকে উদ্ধার এবং আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে সিংড়া থানার এসআই দেবব্রত দাস ২০১৬ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।” রায়ে জরিমানার ২০ হাজার টাকা ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আরও পড়ুন :