Site icon নাটোর জিলাইভ | truth alone triumphs

আওয়ামী লীগ নেতা নান্নুর ওপর হামলা ৩ যুবলীগ নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতা নান্নুর ওপর হামলা ৩ যুবলীগ নেতা বহিষ্কার,জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক -কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তারুল ইসলাম আলম, সদস্য নাজমুল শেখ বাপ্পী এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন সরকারকে বহিষ্কার করা হয়েছে।শনিবার (২০ মে) রাতে নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন উজ্জ্বল ও যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান এবং তপন চৌধুরী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

আওয়ামী লীগ নেতা নান্নুর ওপর হামলা ৩ যুবলীগ নেতা বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকায় এবং নান্নু শেখকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জানতে চাইলে নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব বলেন, দলের গঠনতন্ত্র বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই তাদের বহিষ্কার করা হয়েছেঅপরদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

আরও পড়ুন:

Exit mobile version