Site icon নাটোর জিলাইভ | truth alone triumphs

নাটোর জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান

নাটোর জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা-জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা।

আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর-জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাটোর জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান:-

কার্যালয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগ
আধুনিক সদর হাসপাতাল, নাটোর সিভিল সার্জন, নাটোর ফোন: ০৭৭১-৬৬৯১২
ইমেইল: natore@hospi.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, নাটোর সদর, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: natoresadar@uhfpo.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিংড়া, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: singra@uhfpo.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: gurudaspur@uhfpo.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: baraigram@uhfpo.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: lalpur@uhfpo.dghs.gov.bd
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাগাতিপাড়া, নাটোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন: ০৭৭১-৬৬৭১৯
ইমেইল: baghatipara@uhfpo.dghs.gov.bd
বক্ষব্যাধি ক্লিনিক, নাটোর দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ফোন: ০৭৭১-৬২৩২৬

 

আরও পড়ুনঃ

Exit mobile version