Site icon নাটোর জিলাইভ | truth alone triumphs

নাটোর জেলার প্রশাসনিক ইউনিট

নাটোর জেলার প্রশাসনিক ইউনিট

আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার প্রশাসনিক ইউনিট, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

 

 

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা-জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাটোর জেলার প্রশাসনিক ইউনিট:-

শিরোনাম পদবি অফিস শাখা ই-মেইল মোবাইল নং ফোন (অফিস) ব্যাচ (বিসিএস)
আবু নাছের ভূঁঞা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট dcnatore@mopa.gov.bd ######## ###### ২৫
মোঃ আশরাফুল ইসলাম উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) nt.ddlg@gmail.com ০১৭৬২-৬৯২১০৫ ০৭৭১৬-৬৭৪৩ ২৮
সামিউল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) adcedu.ictnatore@gmail.com +৮৮০ ১৩২৭-২১১১৩৩ +৮৮০ ১৩২৭-২১১১৩৩ ৩১
নুর আহমেদ মাছুম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) adcrnatore@mopa.gov.bd ######## ###### ৩১
মোছাঃ রওনক জাহান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট admnatore@mopa.gov.bd ######## ###### ৩১
মোঃ মাছুদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) adcgennatore@gmail.com ######## ###### ৩১
শামিমা আক্তার জাহান সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, স্থানীয় সরকার শাখা, সার্টিফিকেট শাখা) এসএ sampops71@gmail.com +৮৮০ ১৭১৭-১৯১০৫৮ +৮৮০ ১৭১৭-১৯১০৫৮ ৩৫
শাম্মী আক্তার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা) এলএ shammiaktar06@yahoo.com ######## ###### ৩৫
খালিদ হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রশিক্ষণে) khalidsau9@gmail.com ######## ৭৭১৬১৪১৭ ৩৭
সঞ্জয় দাস সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (NAPD প্রশিক্ষণে প্রশিক্ষণরত) gopinathmodonmohon@gmail. com ######## ###### ৩৮
ইয়াসীন সাদেক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, আইসিটি শাখা (মিডিয়া সেল), জেলা ই-সেবা কেন্দ্র, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, পর্যটন শাখা) আইসিটি শাখা easinsadek@gmail.com ######## ০৭৭১-৬৬৭৪১ ৩৮
শাহাদাত হোসেন খান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ফরমস এন্ড স্টেশনারি, প্রবাসী কল্যাণ শাখা) নেজারত ndc.natore@gmail.com ০১৭৬২৬৯২১২২(Official), ০১৬৭০৪৫০১৩০(Personal) ০৭৭১-৬৬৭৪১ ৩৮
জোবায়দা সুলতানা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা, সাধারণ শাখা ও জেলা ত্রাণ ও পূনর্বাসন শাখা) সাধারণ jobaida.econdu95@gmail.com ######## ০৭৭১-৬৬৭৪১ ৩৮
সাদিয়া আকতার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা এবং রেকর্ড রুম শাখা) জেএম sadiamumu131094@gmail.com ######## ০৭৭১-৬৬৭৪১ ৩৮
ইসতিয়াক আহমেদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণরত) ist1205.buet@gmail.com ######## ###### ৪০
মোঃ রেজওয়ানুল হক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণরত) rezwanshahad@gmail.com ######## ###### ৪০
মোঃ রাশেদুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণরত) rashed2577@gmail.com ######## ###### ৪০
প্রদ্যুৎ কুমার সেন প্রশাসনিক কর্মকর্তা (সংস্থাপন শাখা এবং লাইব্রেরী শাখা) সংস্থাপন prodyutkumarsen@gmail.com ######## ২৫৫৫৮৮৮৮ ১০০

 

 

আরও পড়ুনঃ

Exit mobile version