আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার দর্শনীয় স্থান, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

নাটোর জেলার দর্শনীয় স্থান:-
| # | শিরোনাম | স্থান | কিভাবে যাওয়া যায় | যোগাযোগ |
|---|---|---|---|---|
| ১ | উত্তরা গণভবন | দিঘাপতিয়া, নাটোর সদর,নাটোর | নাটোর শহরের যে কোন স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়।
শহরের মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবনের রিকশা ভাড়া ৩০ টাকা। যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেয়াই ভাল। কেননা নাটোর শহরের সকল স্থানেই স্থানীয় যানবাহন পর্যাপ্ত চলাচল করে। |
নেজারত ডেপুটি কালেক্টর, নাটোর- ০৭৭১-৬৬৬৫২, ০১৭৬২৬৯২১২২ |
| ২ | চলন বিল | সিংড়া, নাটোর। | গুরুদাসপুর এবং সিংড়া এলাকায় চলনবিল বিস্তৃত। নাটোর শহর থেকে বাস বা অটোযোগে যাওয়া যায়। | 0 |
| ৩ | চলন বিল জাদুঘর | নাটোর জেলা সদর থেকে ৫০ কিঃমিঃ পূর্বে গুরুদাসপুর উপজেলা থেকে ৪ কিঃ মিঃ উত্তরে খুবজীপুর ইউনিয়নে চলনিবল যাদুঘর অবস্থিত। গুরুদাসপুুর উপজেলা থেকে যে কোনো যানবাহনে যাওয়া যায়। | ||
| ৪ | চাপিলা শাহী মসজিদ | গুরুদাসপুর, নাটোর | গুরুদাসপুর থেকে চাপিলা ইউনিয়ন পরিষদ রোড হয়ে মহারাজপুর দিয়ে রিক্সা/ভ্যান যোগে চাপিলা শাহী মসজিদে যাওয়া যায়। | |
| ৫ | দয়ারামপুর রাজবাড়ি | বাগাতিপাড়া, নাটোর। | নাটোর শহর থেকে অটো বা বাসযোগে দয়ারামপুর রাজবাড়ি যাওয়া যায়। অটো রিসার্ভ করলে ভাড়া- ১৫০ টাকা । | 0 |
| ৬ | ফকিরচাঁদ বৈষ্ণব গোঁসাইজির আশ্রম | লালপুর, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও অটোরিক্সা যোগে যাওয়া যায়। | 0 |
| ৭ | বনপাড়া লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী | বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও সিএনজি অটোরিক্সা যোগে প্রথমে বনপাড়া যেতে হবে; ভাড়া- ৩০ টাকা।
এরপর বনপাড়া থেকে রিকশাযোগে সরাসরি চার্চে যাওয়া যায়; রিকশা ভাড়া- ২০ টাকা।
|
0 |
| ৮ | রাণী ভবানী রাজবাড়ী | বঙ্গজ্জল, নাটোর সদর, নাটোর | নাটোর শহরের যে কোন স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়।
শহরের মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ীর রিকশা ভাড়া ২০ টাকা। যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেয়াই ভাল। কেননা নাটোর শহরের সকল স্থানেই স্থানীয় যানবাহন পর্যাপ্ত চলাচল করে। |
0 |
| ৯ | শহীদ সাগর | গোপালপুর, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও অটোরিক্সা যোগে যাওয়া যায়। | 0 |
| ১০ | হালতি বিল | নলডাংগা, নাটোর | নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে জনপ্রতি ৩০ টাকা করে অটোতে করে যাওয়া যায়, তবে অটো রিসার্ভ করে গেলে ভাড়া ২০০ টাকা |

আরও পড়ূনঃ

১ thought on “নাটোর জেলার দর্শনীয় স্থান”