নাটোরে বিএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

নাটোরে বিএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা – নাটোরের লালপুরে সরকারি অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করার অপরাধে বিএসবি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ভাটার সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

নাটোরে বিএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এছাড়া অভিযানকালে বিএসবি ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ভাটাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাটির সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন :

Leave a Comment