নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখী সংঘর্য়ে দুইজন নিহত এবং অপর একেজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই ঘটনা ঘটে।

 

নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

নিহত ব্যক্তি নাটোর শহরতলির মোহনপুর এলাকার আব্দুর হামিদের ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১)।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, নাটোর -বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত  হন। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অপরদিকে গুরুতর আহত বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন( ৪০) এবং তমালতলা  টেকনিক্যাল বিজনেস  ম্যানেজমেন্ট  কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী-৩১কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসসপাতালে চিকিৎসসাধীন অবস্থায় জুলফিকার আলীর মৃত্যু হয়। নাটোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন :

Leave a Comment