নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা

আমাদের আজকের আলোচনার বিষয় নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা, নাটোর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

নাটোর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা-জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা।

আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন,রাণী ভবানী,নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন,কাঁচাগোল্লা,চলনবিল,হালতি বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি।

 

নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা

 

নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা:-

নাটোর জেলার-যোগাযোগ ব্যবস্থা

নাটোর জেলার যোগাযোগ-ব্যবস্থা প্রধানত ২ ধরনের। যথাঃ

১। সড়ক পথ

২। রেল পথ

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সড়ক পথে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সকল অঞ্চলের সাথেই এ জেলার যোগাযোগ ব্যবস্থা আছে। এই পথে ঢাকা থেকে নাটোর জেলায় পৌঁছানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ-নাটোর।

এছাড়াও রেল পথে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে সরাসরি নাটোরে আসা যায়।

নদী পথে রাজধানী ঢাকার সাথে নাটোর জেলার যোগাযোগ-ব্যবস্থা ভাল নয়।

 

নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা

 

নাম যোগাযোগের তথ্য সম্ভাব্য সময়সূচী যাত্রী প্রতি ভাড়া
বাস সংশ্লিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে প্রতি ৩০মিনিট অন্তর ২৫০-৬০০/-
ট্রেন নাটোর রেলওয়ে ষ্টেশন থেকে সংগ্রহ করতে হবে বেলা ১২টা, দুপুর ৩টা,রাত ১২টা ১৩৫-২৫০/-

 

আরও পড়ুূনঃ

১ thought on “নাটোর জেলার যোগাযোগ ব্যবস্থা”

Leave a Comment