নাটোরে আম লিচু আহরণের সময়সীমা নির্ধারণ,নাটোরের আম ও লিচু আহরণ এবং বাজারজাতের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। রোববার (৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ, আম-লিচু চাষি ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা বলেন, নির্ধারিত সময়ে বিষমুক্ত আম বাজারজাত করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আম কেনাবেচা ও পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি সহ্য করা হবে না।

নাটোরে আম লিচু আহরণের সময়সীমা নির্ধারণ
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে রাণীপছন্দ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১৫ জুন মোহনভোগ, ২০ জুন হাড়িভাঙ্গা-

ফজলি-আম্রপালি, ৩০ জুন মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ১৫ জুলাই আশ্বিনা এবং ১৫ আগস্ট গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।এছাড়া স্থানীয় মুজাফফর জাতের লিচু ৯ মে এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু আহরণের সময়সীমা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:
